সেলফি
কুদরত রাহমান
কে তুমি –
চিনবো না,
কোথায় ঘর –
জানবো না,
কি জাত –
বুঝবোনা,
কি সেবা –
শুনবো না,
কর্ম চাই –
ভ্যাকান্সি নাই,
গুঁজবো মাথা-
ঠাঁই নাই,
সেবক আমি –
দান নাও,
গরীব সেজে –
সেলফি দাও।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / সহজ প্রশ্ন
See more and read more
কুদরত রাহমান এর কবিতা / মর্তের উর্বশী
মর্ত্যের উর্বশী
কুদরত রাহমান
উর্বশী তুই এক আকাশ মেঘ হয়ে
তপ্ত ধূলিকণা, বালিকণা
খাঁ খাঁ রোদে পোড়া, পাহাড়ের চূড়া
শীতল করে দিতে পারিস,
ব্যর্থ প্রেমিক হৃদয়ের দ্ব্যর্থ জ্বালা
ভুলে যাওয়া কান্নার পাথুরে অনল
নিভিয়ে দিতে ভিজিয়ে দিতে পারিস
হৃদয়ের লেলিহান শিখা তপ্ত করিস।
তুই যে মেকি আভিজাত্যের পূজারী
সহস্র প্রেমিকের সুখে মুখে চুকে দিস
স্বার্থের বিষাক্ত থাবা, হাবাগোবা বোবা
বানিয়ে দিয়ে তুই সেজে থাকিস সাবিত্রী।।
আরও পড়ুন
No Comments